দুটি সমবর্ণের মধ্যে একটির পরিবর্তন
দুটি সমবর্ণের মধ্যে একটি পরিবর্তিত হয়ে ভিন্ন ব্যঞ্জনে পরিণত হলে সেই পরিবর্তনকে বিষমীভবন বলে। বিষমীভবন হল সমীভবনের বিপরীত প্রক্রিয়া। সমীমবনে দুটি বিষম ব্যঞ্জনের মধ্যে একটি বা কখনও দুটিই পরিবর্তিত হয়ে সম ব্যঞ্জনে পরিণত হয়। বিষমীভবনে ঠিক তার উল্টো ঘটনা ঘটে। নিচে বিষমীভবনের উদাহরণ দেওয়া হল।
বিষমীভবনের উদাহরণ
শরীর > শরীল
লাল > নাল
3 thoughts on “দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে”
Pingback: সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায় - Ananyabangla.com
Pingback: কমপিটেন্স কাকে বলে | What is competence in language study - Ananyabangla.com
Pingback: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির পার্থক্য - Ananyabangla.com