ধাতু-বিভক্তি বা ক্রিয়া-বিভক্তি কাকে বলে
যে বিভক্তিগুলি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে, তাদের ধাতু-বিভক্তি বলে। ধাতু বিভক্তির আরেক নাম ক্রিয়াবিভক্তি। ক্রিয়াবিভক্তির শ্রেণিবিভাগ বিভক্তির বিস্তারিত আলোচনা বিষয়ক পোস্টে লিখেছি। তাই এখানে তা আর আলাদা করে লিখছি না। ধাতু-বিভক্তি বা ক্রিয়া-বিভক্তির উদাহরণ দেওয়ার জন্য এখানে কয়েকটি ক্রিয়াপদকে ভেঙে তারপর বিভক্তিগুলি চিহ্নিত করবো। এখানে ক্রিয়াপদের সাধু রূপ ব্যবহার করতে হবে। কারণ চলিত ভাষায় ক্রিয়াবিভক্তি চিহ্নিত করতে গেলে স্বচ্ছ ধারণা তৈরি হবে না, কারণ চলিতে অনেক সময় এদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। নিচের উদাহরণগুলি লক্ষ করুন।
ধাতু-বিভক্তির উদাহরণ
করিতেছিলাম = কর্+ইতে+আছ্+ইল্+আম
বলিয়াছিলাম = বল্+ইয়া+আছ্+ইল্+আম
বলিয়াছিলে = বল্+ইয়া+আছ্+ইল্+এ
দেখিতেছি = দেখ্+ইতে+আছ্+ই
দেখিতেছিস = দেখ্+ইতে+আছ্+ইস
করিতে থাকিব = কর্+ইতে+থাক্+ইব্+অ
দেখিতে থাকিবেন = দেখ্+ইতে+থাক্+ইব্+এন
উপরের উদাহরণগুলিতে লাল রঙে লেখা অংশগুলি ধাতু-বিভক্তি বা ক্রিয়া-বিভক্তির উদাহরণ।
ইউটিউবে আমার ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak).