Ananyabangla.com

🪔 Happy Diwali to Everyone

স্বরধ্বনির উচ্চারণ স্থান

স্বরধ্বনির উচ্চারণ স্থান

 উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণিবিভাগ

স্বরধ্বনিকে উচ্চারণ করার সময় শ্বাসবায়ু যেহেতু কোথাও বাধা পায় না, তাই সাধারণ ভাবে এদের উচ্চারণ স্থান অনুযায়ী ভাগ করা হয় না, মুখগহ্বরের আকার আকৃতি অনুসারেই ভাগ করা হয়ে থাকে। তবু বাগ্‌যন্ত্রের যে স্থানটি একটি স্বরের উচ্চারণে সক্রিয় ভূমিকা পালন করে, সেই স্থান অনুসারে স্বরের উচ্চারণ স্থান নির্ণয় করা হয়। নিচে এই অনুসারে বাংলা স্বরগুলির উচ্চারণ স্থান নির্দেশ করা হলো।
অ, আ, অ্যা – কণ্ঠ্য
 
ই, (এবং ঈ)– তালব্য
 
ঋ — মূর্ধণ্য (বাংলায় নেই)
 
উ (এবং ঊ) — ওষ্ঠ্য
 
এ, ঐ — কণ্ঠ্য-তালব্য
 
ও, ঔ — কণ্ঠৌষ্ঠ্য
আরও পড়ুন

2 thoughts on “স্বরধ্বনির উচ্চারণ স্থান”

  1. Pingback: ন্যূনতম শব্দজোড় কাকে বলে - Ananyabangla.com

  2. Pingback: ন্যূনতম শব্দজোড় কাকে বলে - Ananyabangla.com

Leave a Comment