Ananyabangla.com

অক্ষুন্ন কর্ম কাকে বলে

অক্ষুণ্ন কর্মের সংজ্ঞা

আমরা জানি যে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করলে বাক্যের কর্মটি কর্তার জায়গা দখল করে। কিন্তু দ্বিকর্মক ক্রিয়ার ক্ষেত্রে বাচ্য পরিবর্তন করলে একটি কর্ম কর্তার স্থানে গেলেও অপর কর্মটি কর্মের জায়গাতেই থেকে যায়। এই ভাবে যে কর্মটি বাচ্য পরিবর্তনের পরেও কর্মের জায়গাতেই থাকে, তথা কর্ম হিসেবে নিজের পরিচয় অক্ষুন্ন রাখে, তাকে বলে অক্ষুন্ন কর্ম।

অক্ষুন্ন কর্মের উদাহরণ

একটি দ্বিকর্মক ক্রিয়ার বাক্য নিয়ে আমরা অক্ষুন্ন কর্মের উদাহরণটি বুঝে নেবো।
“আমাদের কমিটি কবিকে মানপত্রটি প্রদান করল।” এই বাক্যের দুটি কর্ম আছে। গৌণ কর্ম কবি ও মুখ্য কর্ম মানপত্র। ‌এই বাক্যের কর্মবাচ্য হবে
১: কবি আমাদের কমিটি কর্তৃক মানপত্র প্রদত্ত হলেন। — এখানে ‘কবি’ কর্মটি কর্তার স্থানে গেলেও মানপত্র কর্মটি কর্মের ভূমিকাতেই আছে। তাই মানপত্র এখানে অক্ষুন্ন কর্ম।
বাচ্য পরিবর্তন অন্য ভাবেও করা যায়
২: মানপত্রটি আমাদের কমিটি কর্তৃক কবিকে প্রদত্ত হল। — এখানে মানপত্র কর্তাল স্থানে গেছে, কবি অক্ষুন্ন আছে।
বিস্তারিত আলোচনা পড়ুন কারক 
পড়ে দেখুন:

BLOG AD HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *