ণিচ্ ও সন্ প্রত্যয় সম্পর্কে ধারণা
সংস্কৃত প্রত্যয়ের মধ্যে ণিচ্ ও সন্ প্রত্যয় সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক ধোঁয়াশা আছে। আজকের পোস্টে এই দুই প্রত্যয় সম্পর্কে আলোচনা করবো।
ণিচ্ প্রত্যয়
ণিচ্ প্রত্যয় একটি ধাত্ববয়ব প্রত্যয়। এই প্রত্যয়টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে প্রযোজক ধাতু গঠন করে। যেমন: √জ্ঞা ধাতুর সঙ্গে ণিচ্ প্রত্যয় যোগ করলে নতুন ধাতু পাওয়া যাবে √জ্ঞাপি। জ্ঞা ধাতুর অর্থ নিজে জানা, জ্ঞাপি ধাতুর অর্থ অন্যকে জানানো।
সন্ প্রত্যয়
সন্ প্রত্যয়ও একটি ধাত্ববয়ব প্রত্যয়। ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন ধাতু তৈরি করা এই ধাতুরও কাজ। সন্ প্রত্যয় যে ধাতুর সঙ্গে যুক্ত হবে, নতুন ধাতুটি সেই কাজ করার ইচ্ছা করা বোঝাবে। যেমন: √জ্ঞা + সন্ = √জিজ্ঞাস্ । জিজ্ঞাস্ ধাতুর অর্থ জানার ইচ্ছা করা। জিজ্ঞাস্ ধাতুর সঙ্গে অ প্রত্যয় যোগে তৈরি হয় জিজ্ঞাস (হসন্ত নেই) শব্দ। জিজ্ঞাস শব্দে আ (স্ত্রী বাচক প্রত্যয়) যুক্ত হয়ে তৈরি হয় ‘জিজ্ঞাসা’ শব্দ।
নিচের ভিডিওটি দেখলে বিষয়টি আরও স্পষ্ট হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্যাকরণ ও SLST BENGALI বিষয়ের পড়াশোনা করার জন্য।
3 thoughts on “ণিচ্ ও সন্ প্রত্যয়”
Pingback: বর্গান্তর কাকে বলে - Ananyabangla.com
Pingback: অকর্মক ক্রিয়া কাকে বলে | সকর্মক ক্রিয়া কাকে বলে - Ananyabangla.com
Pingback: বাংলা ভাষাকে এস ও ভি ভাষা বলে কেন | Why Bengali is an SOV language - Ananyabangla.com