Ananyabangla.com

🪔 Happy Diwali to Everyone

নির্মিতি কাকে বলে | নির্মিতি কথার অর্থ

 নির্মিতি বলতে কী বোঝায়

‘নির্মিতি’ কথাটির সাধারণ অর্থ হল নির্মাণ করা বা কিছু গড়ে তোলা। শিক্ষা, বিশেষত ভাষা শিক্ষার ক্ষেত্রে নির্মিতি একটি বিশেষ ধরনের দক্ষতা। ব্যাকরণের পাশাপাশি আলাদা ভাবে নির্মিতির শিক্ষা দেওয়া হয়। নির্মিতি বলতে সাধারণ ভাবে বোঝায় কিছু লিখতে পারার দক্ষতা। বিস্তারিত ভাবে নির্মিতি বলতে পর পর কয়েকটি ধাপের দক্ষতাকে একসাথে বোঝানো হয়। সেই ধাপগুলি হল:
১: ভাব অনুসারে শব্দ সাজিয়ে বাক্য নির্মাণ করা,

২: বাক্য সাজিয়ে অনুচ্ছেদ গঠন করা,

৩: অনুচ্ছেদ সাজিয়ে চিঠিপত্র, প্রতিবেদন, প্রবন্ধ ইত্যাদি রচনা করা। নির্মিতির উচ্চতর ধাপে রয়েছে ভাব সম্প্রসারণ, ভাবার্থ, সারসংক্ষেপ লেখার ক্ষমতা ও ভাষান্তরিত করা বা অনুবাদ করার ক্ষমতা। মোটের উপর যে যে বিষয়গুলি নির্মিতির মধ্যে পড়ে, সেগুলি হল
২: বাগ্‌ধারা দিয়ে বাক্য রচনা
৩: অনুচ্ছেদ রচনা
৪: পত্র রচনা
৭: ভাব সম্প্রসারণ
৮: ভাবার্থ লিখন
৯: সারসংক্ষেপ রচনা
১০: অনুবাদ (যেমন: ই টু বি)

BLOG AD HERE

Leave a Comment