Ananyabangla.com

বচন কাকে বলে

বচনের সংজ্ঞা

যার দ্বারা বস্তুর সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়, তাকে বচন বলে। যে বচনের দ্বারা একটিমাত্র বস্তুকে বোঝায়, তাকে একবচন বলে এবং যে বচনের দ্বারা একাধিক বস্তুকে বোঝায়, তাকে বহুবচন বলে।

বাংলায় বচন চেনার উপায়

বাংলা ভাষায় বচন দুটি: একবচন ও বহুবচন। (সংস্কৃতের মতো কিছু কিছু ভাষায় দ্বিবচনের ব্যবহার আছে।) বাংলায় একবচন বোঝানোর জন্য শব্দের সঙ্গে কিছু যোগ করার দরকার হয় না। বিশেষ্য বা সর্বনাম পদ একক ভাবে একবচনকেই প্রকাশ করে। এছাড়া টি, টা, খানি, খানা, খান প্রভৃতি নির্দেশক যোগেও একবচন বোঝানো হয়। বাংলা ভাষায় বহুবচন বোঝানোর জন্য মূল বহুবচন-নির্দেশক প্রত্যয়, নির্দেশক বা শব্দ যোগ করতে হয়। গুলি, গুলো প্রভৃতি নির্দেশক; রা, এরা, দিগ প্রভৃতি প্রত্যয় এবং গণ, বৃন্দ, রাজি, বর্গ, কুল, মালা, আবলী, নিচয়, সমুদয় প্রভৃতি সমষ্টিবাচক বিশেষ্য যোগেও বহুবচন বোঝানো হয়।

বাংলা বচনের কিছু নিয়ম

১: সংখ্যাবাচক বিশেষণ পূর্বে থাকলে বিশেষ্য পদে আর বহুবচনবাচক কোনো লগ্নক যোগ করা যায় না। যেমন: পাঁচটি ছেলে, পাঁচজন মানুষ। (এখানে ‘ছেলেরা’ বা ‘মানুষগুলি’ হবে না।)
২: সব, সকল প্রভৃতি বহুবচনবাচক  শব্দ আগে থাকলে বহুবচন বোঝানোর জন্য মূল শব্দে আর কিছু যোগ করা যায় না। যেমন: সকল ছেলে। (সকল ছেলেরা নয়), সব টাকা। (সব টাকাগুলো নয়)
৩: রা, এরা প্রত্যয় শুধুমাত্র কর্তৃকারকে ব্যবহৃত হয়। অন্য কারকে বহুবচন করার জন্য ‘দের’ বা ‘এদের’ যোগ করতে হয়।

BLOG AD HERE

1 thought on “বচন কাকে বলে”

  1. Pingback: শূন্য বিভক্তির অপর নাম - Ananyabangla.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *