ব্যতিহার কর্তা
দু জন কর্তা একই কাজ পরস্পরের সাথে বিনিময় করলে তাদের বলে ব্যতিহার কর্তা। মনে রাখতে হবে ব্যতিহার কর্তা সব সময় দু জন হবে এবং একে অপরের বিপরীত মুখে কাজ করবে। অধিকাংশ ক্ষেত্রে ব্যতিহার কর্তাদের মধ্যে প্রতিযোগিতা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা নাও বোঝাতে পারে। এই প্রসঙ্গে সহযোগী কর্তা সম্পর্কেও জেনে নেওয়া দরকার। অনেকেই সহযোগী কর্তা ও ব্যতিহার কর্তার মধ্যে গুলিয়ে ফেলেন। যেমন: বাঘে গোরুতে এক ঘাটে জল খায়। — এখানে বাঘ ও ঘোরুর মধ্যে ক্রিয়ার বিনিময় ঘটছে না, বরং তারা সহযোগিতার মাধ্যমে একই কাজ করছে। তাই এগুলি সহযোগী কর্তা। নিচে ব্যতিহার কর্তার কিছু উদাহরণ দেওয়া হল।
ব্যতিহার কর্তার উদাহরণ
১: রাজায় রাজায় যুদ্ধ করছে।
২: ভাইয়ে ভাইয়ে ঝগড়া করছে।
৩: সেয়ানে সেয়ানে কোলাকুলি করছে।
৪: মায়ে মেয়ে ঝগড়া করছে।
৫: বাঘে সিংহে লড়াই লেগেছে।
৬: জনে জনে কানাকানি করছে।
৭: নেতায় নেতায় খাওয়াখায়ি লেগেছে।
৮: ছেলেতে মেয়েতে কাড়াকাড়ি করছে।
1 thought on “ব্যতিহার কর্তা কাকে বলে”
ব্যতিহার কর্তার উদাহরণ কি কোনও সর্বনাম পদ হতে পারে ?
যেমন:- তারা ঝগড়া করছে।
এই বাক্যে ‘তারা’ কি ব্যতিহার কর্তা ?
কিংবা ব্যতিহার কর্তা কি কখনো কারো নাম হতে পারে ?
যেমন:- রাম আর শ্যাম ঝগড়া করছে।
এখানে কি ‘রাম’ ও ‘শ্যাম’ ব্যতিহার কর্তা ?