সাধু ও চলিতের মূল পার্থক্য
সাধু ও চলিত ভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা আগেই করেছি। এই দুই ভাষার পার্থক্যও আলোচনা করেছি। এখন জানা দরকার, সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায়। বাক্যে যে পাঁচ প্রকার পদ ব্যবহৃত হয়, তার মধ্যে সর্বনাম পদ ও ক্রিয়া পদে সাধু ও চলিতের মূল পার্থক্য দেখা যায়। তবে এই দুটি পদ ছাড়া অনুসর্গেও সাধু ও চলিতের পার্থক্য অত্যন্ত প্রকট। অন্য পদগুলিতে ততটা পরিবর্তন হয় না। আসুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করে জেনে নিই।
সাধু চলিতের মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়, তার উদাহরণ
চলিত: যারা খেলার মাঠ থেকে এখনও ফেরেনি, তাদের খোঁজ করার জন্য লোক পাঠানো হয়েছে।
সাধু: যাহারা খেলার মাঠ হইতে এখনও ফেরে নাই, তাহাদের খোঁজ করিবার নিমিত্ত লোক পাঠানো হইয়াছে।
রূপান্তরিত পদগুলি হল:
যারা > যাহারা — সর্বনাম
থেকে > হইতে — অনুসর্গ
ফেরেনি > ফেরে নাই — ক্রিয়া
তাদের > তাহাদের — সর্বনাম
খোঁজ করার > খোঁজ করিবার — ক্রিয়াবাচক বিশেষ্য
জন্য > নিমিত্ত — অনুসর্গ
পাঠানো হয়েছে > পাঠানো হইয়াছে — ক্রিয়া
উপরের উদাহরণটি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে সাধু ও চলিতের মূল পার্থক্য কোন কোন পদে দেখা যায়। বাংলা ব্যাকরণের বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে যান। চ্যানেলের নাম Ananya Pathak.
1 thought on “সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায়”
Pingback: আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদ: পার্থক্য - Ananyabangla.com