Ananyabangla.com

স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে

 স্বরযন্ত্র ও ধ্বনি উৎপাদন

বগ্‌যন্ত্রের অনেকগুলি অংশ রয়েছে। তার মধ্যে কতকগুলি অঙ্গ সক্রিয় ও কতকগুলি অঙ্গ নিষ্ক্রিয়। সক্রিয় অঙ্গগুলির মধ্যে অন্যতম হল জিহ্বা, অধর, ফুসফুস, আলজিভ, স্বরততন্ত্রী ও কণ্ঠের বিভিন্ন অস্থি। সম্প্রতি বাংলাদেশ বোর্ডের একটি প্রশ্ন নিয়ে অনেকের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। প্রশ্নটির উত্তর নিচে তুলে ধরা হলো।

স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি অংশগ্রহণ করে?

ক) বলয় উপাস্থি খ) মুখবিবর গ) নাসারন্ধ্র ঘ) নাসিকা
এই প্রশ্নের উত্তরে বলা যায় মুখবিবর, নাসারন্ধ্র বা নাসিকা, কোনোটিই বাগ্‌যন্ত্রের সক্রিয় অংশ নয়। এগুলিকে বরং বায়ু চলাচলের পথ বলা যায়। অবশ্য মুখবিবর নানা ভাবে সংকুচিত ও প্রসারিত হয়ে ধ্বনি তৈরিতে ভূমিকা গ্রহণ করে। তবু এই প্রশ্নের সঠিক উত্তর হবে বলয় উপাস্থি, যা কণ্ঠে অবস্থিত।
বাংলা ব্যাকরণের উপর আমার ইউটিউব ভিডিও দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।

BLOG AD HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *