Ananyabangla.com

সুভাষণ কাকে বলে

 সুভাষণের সংজ্ঞা

আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন যখন কেউ কারও কাছ থেকে বিদায় নেয়, তখন সাধারণত ‘যাই’ বলার পরিবর্তে ‘আসি’ বলে। বাড়িতে খাদ্য দ্রব্য ফুরিয়ে গেলে ‘শেষ হয়েছে’ বলার পরিবর্তে বলে ‘বাড়ন্ত’। কোনো অসুস্থ ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা বোঝাতে বলা হয়, “যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায়”। আসলে আমরা অমঙ্গলজনক বা অকল্যাণকর কোনো কথাকেই মুখে উচ্চারণ করতে পছন্দ করি না। তাই অকল্যাণকর কথার পরিবর্তে ইতিবাচক কথার সাহায্যে এক‌ই অর্থ প্রকাশ করা হয়। এইভাবে অকল্যাণকর বা নেতিবাচক কোনো কথার পরিবর্তে ইতিবাচক ও মঙ্গলময় কথা ব্যবহার করার ব্যাপারকেই ভাষাতত্ত্বে সুভাষণ বলে। 

সুভাষণের উদাহরণ

মারা গেছেন > গঙ্গা লাভ করেছেন
চাল ফুরিয়ে গেছে > চাল বাড়ন্ত
যদি তিনি মারা যান > যদি তাঁর ভালো মন্দ কিছু হয়ে যায়
আজ তাহলে যাই > আজ তাহলে আসি
বসন্ত রোগ > মায়ের দয়া/মায়ের অনুগ্রহ
আরও পড়ুন

BLOG AD HERE

1 thought on “সুভাষণ কাকে বলে”

  1. Pingback: প্রত্যয়ের কাজ কী - Ananyabangla.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *