টেট বাংলা মডেল প্রশ্ন ও উত্তর
এখানে বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে
এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা,
সবুজ মাঠের পথ যায় পায়ে পায়ে
পথ নেই , তবু এখানে যে পথ হাঁটা।
জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি
দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া,
পচা জল আর মশায় অহংকারী
নীরব এখানে অমর কিষাণপাড়া।
এ গ্রামের পাশে মজা নদী বারো মাস
বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে,
গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস
এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে।
রাত্রি এখানে স্বাগত সন্ধ্যা শাঁখে
কিষানকে ঘরে পাঠায় যে আল-পথ;
বুড়ো বটতলা পরস্পরকে ডাকে
সন্ধ্যা এখানে জড়ো করে জনমত।
দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে
এ গ্রামের লোক আজো সব কাজ করে,
কৃষক-বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে
প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে।
রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে
ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে,
কেমন করে সে অকালেতে গতবারে,
চলে গেল লোক দিশাহারা দিকে দিকে।
১. কবিতাটিতে কার কার কথা বলা হয়েছে?
ক) প্রকৃতি খ)মানুষের গ)গ্রামের ঘ)প্রকৃতি ও মানুষের
উঃ প্রকৃতি ও মানুষের।
২. কবিতাটিতে কোন পাড়ার কথা বলা হয়েছে?
ক) কুমোর পাড়া খ)কিষাণ পাড়া গ)কামার পাড়া ঘ)জেলেপাড়া
উঃ কিষাণ পাড়া।
৩. জনমত জড়ো হয় কোন সময়ে?
ক) সকালে খ)বিকালে গ) সন্ধ্যায় ঘ) রাতে
উঃ সন্ধ্যায়।
৪. বুড়ো বটতলা কথার অর্থ কী
ক)বট গাছটি বৃদ্ধ খ)বটতলার বুড়ো
গ) প্রাচীন বটের তলা ঘ)বটগাছের জায়গাটি পুরোনো
উঃ প্রাচীন।
৫. লোকেরা দিশেহারা হয়ে কেন চলে গেল?
ক) বন্যার প্রকোপে খ)আকালের কারণে
গ) ভ্রমণ করতে ঘ) কাজ খুঁজতে
উঃ আকালের কারণে।
৬. ঠাকুরমা কিসের গল্প শোনায়?
ক)বন্যার খ) দুর্ভিক্ষের গ) রূপকথার ঘ)জীবনের
উঃ দুর্ভিক্ষের।
৭.ব্যস্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ করো।
ক) ব্য + অস্ত খ) বস্+ অস্ত গ) বি+ অস্ত ঘ) বিস্+ অস্ত
উঃ বি+অস্ত।
৮. দুর্ভিক্ষ ব্যাসবাক্য নির্ণয় করো।
ক) দূর যে ভিক্ষা খ) দুঃ যে ভিক্ষা
গ) ভিক্ষার অভাব ঘ) দুঃ ভিক্ষা যার
উঃ ভিক্ষার অভাব।
৯. অন্ধকার শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো।
ক) অন্ধ + কার খ)অন্ধ – কৃ + সনট্
গ)অন্ধ+ ✓কৃ+ঘঞ ঘ) অন্ধ+ কৃ+ঘঞ
উঃ অন্ধ+ ✓কৃ+ঘঞ
১০. স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কোন সূত্র কার্যকর হয়েছে?
ক) উ + আ খ)অ+ আ গ)ঊ+ আ ঘ)ব+ আ
উঃ উ+ আ
১১. নীরব শব্দটি কোন সমাসের শ্রেণীভুক্ত?
ক) অব্যয়ীভাব খ) তৎপুরুষ গ)কর্মধারয় ঘ) বহুব্রীহি সমাস
উঃ বহুব্রীহি সমাস
১২. গ্রাম পদটির পদান্তর করো।
ক) গ্রাম্য খ) গ্রামীন গ) গ্রামীয় ঘ) গেঁয়ো
উঃ গ্রাম্য।
১৩. আঁচল শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন সূত্র ও কার্যকরী?
ক) নাসিক্যভবন খ) স্বরসঙ্গতি গ) নাসিক্যীভবন ঘ)স্বরভক্তি
উঃ নাসিক্যীভবন।
১৪. তবু কোন শব্দ?
ক) সর্বনাম খ)অব্যয় গ)বিশেষ্য ঘ)বিশেষণ
উঃ অব্যয়
১৫. ‘বর্ষায় আজ বিদ্রোহ করে’- কোন অলংকার প্রযুক্ত হয়েছে?
ক) অপহ্নতি খ)সমাসোক্তি গ) রূপক ঘ) উপমা
উঃ সমাসোক্তি।