Ananyabangla.com

জোড় বাঁধা সাধিত শব্দের উদাহরণ

জোড় বাঁধা সাধিত শব্দ কাকে বলে ও উদাহরণ

জোড় বাঁধা সাধিত শব্দের উদাহরণ দেওয়ার আগে আসুন জেনে নিই সাধিত শব্দ কোনগুলি এবং জোড় বাঁধা সাধিত শব্দ‌ই বা কোনগুলি। সাধিত শব্দ বলতে সাধারণ ভাবে বোঝায়, যে শব্দকে সাধন বা নির্মাণ করা হয়েছে। মৌলিক শব্দ বাদ দিলে অন্য সব শব্দ‌ই সাধিত। সাধিত শব্দকে ভাঙলে একাধিক অর্থপূর্ণ ভগ্নাংশ পাওয়া যাবে। এই অর্থপূর্ণ ভগ্নাংশগুলি হতে পারে ধাতু, শব্দ, উপসর্গ, প্রত্যয় ইত্যাদি। তাহলে কোন সাধিত শব্দগুলিকে আমরা জোড় বাঁধা সাধিত শব্দ বলবো? যখন একাধিক শব্দ একসাথে জোড় বেঁধে নতুন শব্দ গঠন করবে, তখন তাকে বলা হবে জোড় বাঁধা সাধিত শব্দ। এখানে মনে রাখতে হবে উপসর্গ, ধাতু, প্রত্যয় প্রভৃতি উপাদান থাকলে তাকে জোড় বাঁধা সাধিত শব্দ বলা যাবে না। জোড় বাঁধা সাধিত শব্দের মধ্যে শুধুমাত্র একাধিক শব্দ থাকবে। যেমন: হিম+আলয় = হিমালয় (অথবা, হিমের আলয় = হিমালয়), এটি একটি জোড় বাঁধা সাধিত শব্দ। কিন্তু ‘উপকার’ শব্দটি জোড় বাঁধা সাধিত শব্দ নয়, এটি প্রত্যয়-নিষ্পন্ন সাধিত শব্দ। (এটিকে বলা যায় শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ। এ রকম শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ নিচে আর‌ও কয়েকটি দিলাম। শব্দাংশ কী তাও নিচে বলা হয়েছে।) আমরা সহজ ভাবে বলতে পারি একাধিক শব্দ যখন সমাস বা সন্ধির মাধ্যমে মিলিত হয়ে একটি শব্দে পরিণত হবে, তখন তাকে বলবো জোড় বাঁধা সাধিত শব্দ। যেমন:  গ্রামাঞ্চল, পিতামাতা, দেশ-বিদেশ, সিংহাসন, হিমাচল, বৃষ্টিধারা, নীলপদ্ম, ব্যোমকেশ, বীণাপাণি ইত্যাদি।

জোড় বাঁধা সাধিত শব্দের অনুশীলনী

যেটি জোড় বাঁধা সাধিত শব্দ নয় — দয়াময় দশানন তেলেভাজা সিংহাসন। — এখানে চারটি শব্দের মধ্যে তিনটি আছে জোড় বাঁধা সাধিত শব্দ।
একটি শব্দ আছে প্রত্যয়নিষ্পন্ন।
সঠিক উত্তর হবে দয়াময়। কারণ এই শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়েছে। আগেই বলেছি প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলি জোড় বাঁধা সাধিত শব্দ নয়।

শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ

মূলত উপসর্গ ও প্রত্যয় হল শব্দাংশ। এরা পূর্ণাঙ্গ শব্দ নয়, কিন্তু সাধিত শব্দ গঠন করে। এদের যোগে কয়েকটি সাধিত শব্দের উদাহরণ হল: বেদখল, উপদ্বীপ, অভিমুখ, নাপসন্দ, অতিমারী প্রভৃতি‌।
এই বিষয়ে কোনো সমস্যা থাকলে আমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানান।
ইউটিউবে আমার ব্যাকরণের ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।
 

BLOG AD HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *