অকর্মক ও সকর্মক ক্রিয়া
অকর্মক ক্রিয়া কী, তা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে কর্ম কী। কর্ম হল ক্রিয়ার আশ্রয়। ক্রিয়ার কাজ যার উপর প্রযুক্ত হয়, তাকে কর্ম বলে। ক্রিয়াকে ‘কী’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে কর্মটি পাওয়া যায়। যেমন: “আমি বই পড়ছি।” — আমি কী পড়ছি? উঃ – বই। বই হল কর্ম। (প্রশ্ন করার সময় কর্তা সমেত প্রশ্ন করতে হবে, নয়তো ভুল হতে পারে।) “আমি তোমাকে কথাটা বলবো।” — কাকে কথাটা বলবো? উঃ- তোমাকে। তুমি কর্ম। কী বলবো? কথাটা। তাই এই বাক্যে দুটো কর্ম। এই ভাবে কর্ম নির্ণয় করলেই বোঝা যাবে ক্রিয়াটির কর্ম আছে, না নেই। কর্ম থাকলে সেটি হবে সকর্মক ক্রিয়া, না থাকলে হবে অকর্মক ক্রিয়া। যেমন: “আমি খেয়েছি।” এই বাক্যে যদি প্রশ্ন করা হয়, “আমি কী খেয়েছি?”, তাহলে যাই হোক একটা উত্তর পাওয়া যাবে। তাই ‘খেয়েছি’ ক্রিয়াটি সকর্মক। এবার অন্য একটি উদাহরণ দেখুন — “আমি সকালে হেঁটেছি।” – এই বাক্যে প্রশ্ন করুন। “আমি কী হেঁটেছি?” কোনো উত্তর পাওয়া যাচ্ছে কি? যাচ্ছে না। তাই এটি অকর্মক ক্রিয়া। নিচে দুই ধরনের ক্রিয়ার অনেকগুলি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো হল।
অকর্মক ক্রিয়ার উদাহরণ
কতকগুলি ক্রিয়া আছে, যেগুলি সাধারণ অবস্থায় অকর্মক হয় (ব্যতিক্রম নিচে আলোচনা করা হলো) । যেমন: হাসা, কাঁদা, ওঠা, নামা, শোওয়া, বসা, মরা, বাঁচা, বড় হওয়া, ঘুমানো, জাগা, হাঁটা, ছোটা, থামা, অপেক্ষা করা, ক্লান্ত হওয়া, বিরক্ত হওয়া, খুশি হওয়া, থাকা প্রভৃতি।
অকর্মক ক্রিয়া কাকে বলে
যে ক্রিয়া কর্ম ছাড়াই সম্পাদিত হয়, তাকে অকর্মক ক্রিয়া বলে।
সকর্মক ক্রিয়ার উদাহরণ
কতকগুলি ক্রিয়া আছে, যেগুলি সাধারণ অবস্থায় সকর্মক হয় (ব্যতিক্রম নিচে আলোচনা করা হলো)। যেমন: খাওয়া, দেখা, শোনা, বলা, নেওয়া, দেওয়া, পড়া, কাচা, ধোওয়া, ফেলা, তোলা, আনা, কেনা, বেচা প্রভৃতি।
সকর্মক ক্রিয়া কাকে বলে
যে ক্রিয়া কর্মের আশ্রয় ছাড়া সম্পাদিত হতে পারে না, তাকে সকর্মক ক্রিয়া বলে।
সকর্মক ও অকর্মকের ব্যতিক্রম
বাংলা ব্যাকরণে অকর্মক ও সকর্মক ক্রিয়া সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন ক্রিয়াপদের কর্মটি বাক্যে উল্লিখিত না থাকলেই সেটি অকর্মক ক্রিয়া হবে। যেমন: “আমি খেয়েছি।” – এই বাক্যে কর্ম উল্লিখিত নেই, সেই হিসেবে ‘খেয়েছি’ ক্রিয়াটিকে কেউ কেউ অকর্মক বলতে চান। এই ধারণাটি ঠিক নয়। আসলে এখানে কর্মটি ঊহ্য আছে। তবে সকর্মক ক্রিয়া অনেক সময় অকর্মক হতে পারে। যেমন: “সে দশম শ্রেণিতে পড়ে।” – এই বাক্যের ‘পড়ে’ ক্রিয়াটি অকর্মক। কারণ এখানে “কী পড়ে?” প্রশ্নটিই অবান্তর। আবার অকর্মক ক্রিয়াগুলি সাধারণ ভাবে কর্ম গ্রহণ করতে অক্ষম হলেও সমধাতুজ কর্ম যোগে এগুলিকে সকর্মক রূপে ব্যবহার করা যায়। যেমন: “আমি ঘুমিয়েছি।” বাক্যে সাধারণ ভাবে কর্ম দেওয়া যাচ্ছে না, কিন্তু “দারুণ ঘুম ঘুমিয়েছি।” এই বাক্যে ‘ঘুম’ পদটি সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম যোগে অকর্মক ‘ঘুমিয়েছি’ ক্রিয়াটি সকর্মক হয়ে উঠেছে। মনে রাখতে হবে: সমধাতুজ কর্ম বাক্যে উপস্থিত থাকলে তখন সেই ক্রিয়াটিকে আর অকর্মক বলা যাবে না।
আশা করি অকর্মক ও সকর্মক ক্রিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। ইউটিউবে আমার ব্যাকরণের ক্লাসগুলি দেখতে চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।