উদ্দেশ্য ও বিধেয়ের সম্প্রসারক কাকে বলে
বাক্য অধ্যায়ে উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে আলোচনা করেছি। তবু এখানে আবার আলাদা করে উদ্দেশ্য ও বিধেয়ের সম্প্রসারক ব্যাপারটি আলোচনা করে দেওয়া দরকার বলে মনে হলো। আসুন জেনে নিই উদ্দেশ্য, বিধেয় ও তাদের সম্প্রসারক কাকে বলে।
উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে
বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে এবং উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা বলা হয়, তাকে বিধেয় বলে।
যেমন: ছেলেরা খেলছে। — এই বাক্যে ‘ছেলেরা’ উদ্দেশ্য, ‘খেলছে’ বিধেয়।
উদ্দেশ্য ও বিধেয়ের সম্প্রসারক
উপরের উদাহরণে আমরা একটি ছোটো বাক্য নিয়েছি। কিন্তু সব বাক্য তো এত ছোটো হয় না। ঐ বাক্যটি এ রকমও হতে পারে: “আমাদের পাড়ার ছোটো ছোটো ছেলেরা বিকেলবেলা গ্রামের মাঠে ফুটবল খেলছে।” ভালো ভাবে লক্ষ করুন, প্রথম বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ দুটি এই বড় বাক্যেও আছে। তার পাশাপাশি অনেক বাড়তি পদও আছে। কতকগুলি বাড়তি পথ ‘ছেলেরা’ পদটিকে আরও স্পষ্ট করে তুলেছে, আবার কতকগুলি পদ ‘খেলছে’ পদটিকে স্পষ্ট করে তুলেছে। নিচে দেখুন
কোথাকার ছেলেরা? উঃ – আমাদের পাড়ার।
কেমন ছেলেরা? উঃ – ছোটো ছোটো ।
কখন খেলছে? উঃ – বিকেলবেলা।
কোথায় খেলছে? উঃ – গ্রামের মাঠে।
কী খেলছে? উঃ – ফুটবল।
উপরের এই বিশ্লেষণ থেকে সহজেই বোঝা যাচ্ছে “আমাদের পাড়ার ছোটো ছোটো” — এই অংশটি ‘ছেলেরা’ উদ্দেশ্যকে বর্ধিত করছে, এবং “বিকেলবেলা গ্রামের মাঠে ফুটবল” — এই অংশটি বিধেয় ‘খেলছে’ পদটিকে বর্ধিত করেছে। তাই এরা যথাক্রমে উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক বা সম্প্রসারক।
নিচের ভিডিওটি দেখলে উদ্দেশ্য ও বিধেয়ের সম্প্রসারক বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
ইউটিউবে আমার সমস্ত ক্লাস শোনার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম Ananya Pathak.