Ananyabangla.com

করণের বীপ্সা কাকে বলে

 করণের বীপ্সা

বীপ্সা কথার অর্থ হল পৌনঃপুনিকতা বা পুনরুক্তি। এক‌ই কথাকে বার বার বললে তাকে বীপ্সা বলে। বাক্যের করণ কারকটি যদি পর পর দু বার ব্যবহৃত হয়, তবে তাকে করণের বীপ্সা বলা হয়। নিচে করণের বীপ্সার কয়েকটি উদাহরণ দেওয়া হলো।

উদাহরণ

১: কাজগুলো হাতে হাতে করে ফেলো।
২: মেঘে মেঘে আকাশ ভরে গেছে।
৩: ফুলে ফুলে বনানী পরিপূর্ণ হয়েছে।
৪: শোকে শোকে মানুষটা পাগল হয়ে গেছে।
৫: ভয়ে ভয়ে কথাটা কোনোদিন বলাই হলো না।
৬: আঘাতে আঘাতে বিদীর্ণ করে দিয়েছে।
বিস্তারিত পড়ুন: কারক বিভক্তি ও অনুসর্গ
ইউটিউবে আমার ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)

BLOG AD HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *