তির্যক বিভক্তি
বাংলা ভাষায় সংস্কৃতের মতো নির্দিষ্ট কারকে নির্দিষ্ট বিভক্তি-চিহ্ন হয় না। বাংলা কারকে প্রায় সব বিভক্তিই একাধিক কারকে ব্যবহৃত হতে পারে। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকেই তির্যক বিভক্তি বলে। নিচে উদাহরণের সাহায্যে তির্যক বিভক্তি কাকে বলে, তা ভালো ভাবে বিশ্লেষণ করা হলো।
তির্যক বিভক্তির উদাহরণ
বুলবুলিতে ধান খেয়েছে। – কর্তৃ কারকে ‘তে’ বিভক্তি।
এ ছুরিতে মাংস কাটা যাবে না। – করণে ‘তে’ বিভক্তি।
ঘরেতে ভ্রমর এলো। — অধিকরণ কারকে ‘তে’ বিভক্তি।
উপরের উদাহরণগুলিতে দেখা যাচ্ছে ‘তে’ বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হচ্ছে। সুতরাং বলা যায় ‘তে’ বিভক্তিটি তির্যক বিভক্তি। বাংলা ব্যাকরণের প্রায় সব যথার্থ বিভক্তিই তির্যক বিভক্তি। তবে অধিকাংশ অনুসর্গ তির্যক নয়।
ইউটিউবে আমার ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)। কিছু জানার থাকলে যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানান।
2 thoughts on “তির্যক বিভক্তি কাকে বলে”
Pingback: ক্রিয়া বিশেষণ কাকে বলে - Ananyabangla.com
Pingback: সমধাতুজ করণ কাকে বলে - Ananyabangla.com