Ananyabangla.com

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

দলের সংজ্ঞা ও দলের সাধারণ পরিচয়

‘দল’ কথাটির আক্ষরিক অর্থ হল ফুলের পাপড়ি। একটি ফুল যেমন একাধিক পাপড়ি নিয়ে গড়ে ওঠে তেমনি একটি শব্দও একাধিক দল নিয়ে গড়ে ওঠে। আবার কোনো কোনো ফুলে একটিই পাপড়ি থাকে, তেমনি কোনো কোনো শব্দেও একটিই দল থাকে। 

একটি বড়ো শব্দকে আমরা যখন উচ্চারণ করি, তখন গোটা শব্দটি এক ধাক্কায় উচ্চারণ করি না। আমরা শব্দটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করি। কারণ এক ধাক্কায় আমরা অনেকটা ধ্বনি উচ্চারণ করতে পারি না। আমি যদি বলি ‘রবীন্দ্রনাথ’, তাহলে আসলে বলতে হবে এইভাবে:
 র-বীন্-দ্র-নাথ্ । কিন্তু এমন অনেক ছোটো শব্দ আছে যাদের পুরোটাকে আমরা একটাই ধাক্কা দিয়ে উচ্চারণ করে ফেলি। যেমন: আম, কাঁচ, শোন, দ্যাখ, গাছ, ভূত, পথ, মগ, খাট, ঢাল, চাল, জল, বিষ, ফল, ফুল প্রভৃতি (এই শব্দগুলি একদল শব্দ বা একদলবিশিষ্ট শব্দ)। 
পড়ে দেখুন: সমার্থক শব্দ

দল কাকে বলে?

 মানুষ তার বাগ্‌যন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক ঝোঁকে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে, তাকে দল বলে।

দলের শ্রেণিবিভাগ

দলকে দুই ভাগে ভাগ করা হয়: মুক্ত দল ও রুদ্ধ দল।

মুক্ত দল কাকে বলে

যে দলের শেষে স্বর থাকে এবং এই কারণে দলটির শেষাংশের উচ্চারণকে দীর্ঘায়িত করা যায়, তাকে মুক্ত দল বলে।

যেমন: ‘সহজ’ শব্দটির দল বিশ্লেষণ করলে দুটি দল পাই: স-হজ্। তার মধ্যে প্রথম দলটিকে(স) আমরা টেনে উচ্চারণ করতে পারি। ‘স’ দলটির শেষে একটি ‘অ’ আছে। তাই এই দলকে “স-অ-অ-অ-অ-অ-অ….” এইভাবে উচ্চারণ করা যায়। তাই এটি একটি মুক্ত দল। মুক্ত দলের মাথায় এরকম একটি চিহ্ন দিয়ে দেখানো হয়।

মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন?

‘স্বরান্ত’ কথাটিকে ভাঙলে পাই — স্বর + অন্ত(শেষ)। অর্থাৎ, যার শেষে স্বর আছে। মুক্ত দলের শেষে সব সময় একটি স্বর থাকবেই‌। এই কারণে মুক্তদলকে স্বরান্ত দল বা স্বরান্ত অক্ষর বলা হয়। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি: দল বোঝাতে ‘অক্ষর’ শব্দটি বর্তমানে ব্যবহার করা হয় না। 

মুক্ত দল চেনার উপায়

একটি দলের শেষে যদি স্বর থাকে এবং সেই স্বরটিকে যদি টেনে উচ্চারণ করা সম্ভব হয়, তাহলে ওই দলটি মুক্ত দল হবে। যেমন: ‘বাজার’ শব্দে দুটি দল আছে, ‘বা’ ও ‘জার’। ‘বা’ দলটিকে যত খুশি টেনে উচ্চারণ করা যায়: বা-আ-আ-আ-আ… এইভাবে। তাই এটি মুক্ত দল। লক্ষ করুন: পরের দলটিকে ওইভাবে ওইভাবে টানা যাচ্ছে না। তবে দলের শেষে স্বর থাকলেই সেটি মুক্ত দল হবে না। এই বিষয়ে নিচে অর্ধস্বরান্ত দল শীর্ষক আলোচনা করা হলো।

রুদ্ধ দল কাকে বলে

যে দলের শেষে সাধারণত ব্যঞ্জনধ্বনি থাকে এবং যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকে রুদ্ধ দল বলে।
যেমন: ‘সহজ’ শব্দের দ্বিতীয় দল ‘হজ্’ একটি রুদ্ধ দল। এই দলের উচ্চারণ দীর্ঘ করা যায় না। রুদ্ধ দলের মাথায় একটি সরলরেখা দিয়ে বোঝানো হয়।

অর্ধস্বরান্ত দল রুদ্ধদল হবে

মুক্ত ও রুদ্ধদল বিচার করার সময় একটি বিষয় মনে রাখতে হবে, দলের শেষে স্বর থাকলেই সেটি মুক্ত দল নাও হতে পারে। স্বরের উচ্চারণটি দীর্ঘায়িত করা যাচ্ছে কিনা সেটিই মূল বিচার্য। যেমন: ‘খাই’ একটি রুদ্ধদল। কারণ এর শেষে স্বর থাকলেও একে দীর্ঘায়িত করা যাচ্ছে না। এখানে ‘ই’ অর্ধস্বর রূপে কাজ করছে। দ‌ই, খ‌ই, স‌ই, নাই, যাই, তুই, নাও, দাও, ভাউ, তৈ, নৌ, প্রভৃতি দলগুলি অর্ধস্বরান্ত রুদ্ধদল। 

দল বিশ্লেষণ করার নিয়ম: 

দল বিশ্লেষণ করার জন্য উচ্চারণে গুরুত্ব দিতে হবে। বানান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। রুদ্ধ দলের শেষে অবস্থিত ব্যঞ্জনে হস্ চিহ্ন দিতে হবে। দল বিশ্লেষণ করার জন্য শব্দটিকে ধীরে ধীরে উচ্চারণ করতে হবে। তাড়াতাড়ি উচ্চারণ করলে যে ভাবে উচ্চারণ করা হয়, ধীরে ধীরে করার সময়‌ও ঠিক সেই ভাবেই উচ্চারণ করতে হবে, শুধু গতি কমিয়ে দিতে হবে‌। প্রয়োজন মতো গতি কমিয়ে বাড়িয়ে নিয়ে উচ্চারণের ভাগগুলি বুঝে নিতে হবে। মনে রাখতে হবে: প্রতিটি দলকে স্বতন্ত্র ভাবে উচ্চারণ করা যায়। উচ্চারণ করা না গেলে সেটি দল নয়।

কয়েকটি শব্দের দল বিশ্লেষণের উদাহরণ 

কয়েকটি উদাহরণের পাশে ক্রম অনুসারে মুক্ত ও রুদ্ধ দল লিখে দেওয়া হলো। যেমন: মা-নুষ্(মুক্ত, রুদ্ধ), অর্থাৎ মা-মুক্ত, নুষ্-রুদ্ধ । নিচে দলবিশ্লেষণের তালিকায় মু = মুক্ত ও রু = রুদ্ধ বোঝানো হয়েছে। এছাড়া: 
হসন্ত চিহ্নিত দলগুলি রুদ্ধদল ও হসন্তবিহীন দলগুলি মুক্তদল হিসেবে বুঝতে হবে। নিচের তালিকায় ৯০টির উপর উদাহরণ দেওয়া হলো।
  1. অনশন – অ-ন-শন্ (মু, মু, রু)
  2. অত্যাবশ্যক – অত্-তা-বশ্-শক্
  3. অক্ষত – অক্-খ-ত (রু, মু, মু)
  4. অধ্যাদেশ – অদ্-ধা-দেশ্ (রু, মু, রু)
  5. অত্যুজ্জ্বল – অত্-তুজ্-জল্ (রু,রু,রু)
  6. অদ্ভুতরকম- অদ্-ভুত্-র-কম্ (রু-রু-মু-রু)
  7. অবিশ্রান্ত –  অ – বিশ্ – শ্রান্ – ত
  8. আনন্দ – আ-নন্-দ
  9. আকৃষ্ট – আক্-কৃষ্-ট
  10. আপামর – আ-পা-মর্
  11. আশ্রমিক – আশ্-শ্র-মিক্
  12. ইচ্ছাপূরণ – ইচ্-ছা-পূ-রণ্
  13. ইন্দ্রেদেব – ইন্-দ্র-দেব্
  14. ইস্টিশান – ইশ্-টি-শান্ (রুদ্ধ, মুক্ত, রুদ্ধ)
  15. ঈর্ষাপরায়ণ – ঈর্-ষা-প-রা-য়ন্
  16. ঈগল – ঈ-গল্
  17. উত্তুঙ্গ – উত্-তুঙ্-গ
  18. উমাকান্ত – উ-মা-কান্-ত
  19. উর্বর – উর্-বর্
  20. উপরোল্লিখিত – উ-প-রোল্-লি-খি-ত
  21. উত্থান – উত্-থান্
  22. উড়নচণ্ডী – উ-ড়ন্-চণ্-ডী
  23. ঋষিমশাই – ঋ-ষি-ম-শাই (শাই স্বরান্ত হলেও রুদ্ধ)
  24. একলা – এক্-লা (রুদ্ধ, মুক্ত)
  25. একাকিত্ব – এ-কা-কিত্-ত
  26. ঐকান্তিকতা – ঐ্-কান্-তি-ক-তা (ঐ রুদ্ধ দল)
  27. ওজনস্তর – ও-জন্-স্তর্ (ও-জন্‌স্-তর্ করলেও হবে)
  28. ঔরঙ্গজেব – ঔ্-রঙ্-গ-জেব্
  29. কণ্ঠস্বর – কণ্-ঠস্-সর্
  30. কতকটা – ক-তক্-টা (মু.রু.মু.)
  31. কমলাকান্ত – ক-ম-লা-কান্-ত
  32. কদর্যতা – ক-দর্-য-তা
  33. কর্ণপটহ – কর্-ণ-প-ট-হ
  34. কীটপতঙ্গ – কীট্-প-তঙ্-গ
  35. ক্লান্ত – ক্লান্-ত
  36. কুমারমঙ্গলম্ – কু-মার-মঙ্-গ-লম্
  37. কঠোপনিষদ – ক-ঠো-প-নি-ষদ্
  38. কার্তিকেয় – কার্-তি-কে-য়
  39. কিন্নরদল – কিন্-নর্-দল
  40. ক্ষমতাবান – ক্ষ-ম-তা-বান্
  41. ক্ষিপ্রহস্ত – ক্ষিপ্-প্র-হস্-ত (রু-মু-রু-মু)
  42. খ্যাতিমান – খ্যা-তি-মান্
  43. খ‌ইভাজা – খ‌ই্-ভা-জা
  44. গ্রামাঞ্চল – গ্রা-মান্-চল্ (ঞ>ন হবে)
  45. গুরুজ্ঞান – গু-রুগ্-জ্ঞান্
  46. গুঞ্জন – গুন্-জন্
  47. ঘ্রাণেন্দ্রিয় – ঘ্রা-ণেন্-দ্রি-য়
  48. ঘৃত – ঘৃ-ত (দুটিই মুক্ত দল)
  49. চন্দ্রনাথ – চন্-দ্র-নাথ্
  50. চমৎকার – চ-মৎ-কার্ (মৎ রুদ্ধ)
  51. চাকরবাকর – চা-কর্-বা-কর্
  52. চিহ্নিত – চিন্ – হি – ত
  53. চৌর্যবৃত্তি – চৌর্-য-বৃত্-তি
  54. ছন্দ – ছন্ – দ
  55. ছিন্নমস্তা – ছিন্-ন-মস্-তা
  56. ছেলেধরা – ছে-লে-ধ-রা
  57. ছাইপাঁশ – ছাই্-পাঁশ্
  58. ছক্কা – ছক্-কা
  59. জনমানবশূন্য – জ-ন-মা-নব্-শূন্-ন
  60. জন্মজন্মান্তর – জন্-ম-জন্-মান্-তর্
  61. জন্মদাত্রী – জন্-ম-দাত্-ত্রী
  62. জগজ্জননী – জ-গজ্-জ-ন-নী
  63. জড়ভরত – জ-ড়-ভ-রত্
  64. ঝড়ঝাপটা – ঝড়্-ঝাপ্-টা
  65. ঝংকার – ঝং-কার্
  66. টুকটুকে – টুক্-টু-কে
  67. ট্রাম – ট্রাম্ (একটিই রুদ্ধ দল)
  68. ট্রেন – ট্রেন্ (         ঐ         )
  69. ঠাকুরবাড়ি – ঠা-কুর্-বা-ড়ি
  70. ঠাম্মা – ঠাম্-মা
  71. ডাক্তারবাবু – ডাক্-তার্-বা-বু
  72. ডালপালা – ডাল-পা-লা
  73. ডাকাবুকো – ডা-কা-বু-কো
  74. ঢাকঢোল – ঢাক্-ঢোল্
  75. ণত্ববিধি – ণত্-ত-বি-ধি
  76. ণিজন্ত – ণি-জন্-ত
  77. তত্ত্বাবধায়ক – তত্-তা-ব-ধা-য়ক্
  78. তথ্যসমৃদ্ধ – তত্-থ-সম্-মৃদ্-ধ
  79. দক্ষিণ – দক্-খিন্
  80. দর্শনমাত্র – দর্-শন্-মাত্-ত্র (রু-রু-রু-মু)
  81. দলপতি – দ-ল-প-তি (সব মুক্ত দল)
  82. দিনরাত্রি – দিন্-রাত্-ত্রি
  83. দেশান্তরে – দে-শান্-ত-রে
  84. নিরাপদ – নি-রা-পদ্
  85. পরমাত্মা – প-র-মাত্-তাঁ
  86. পাঁজরগুলো – পাঁ-জর্-গু-লো
  87. প্রজাপতি – প্র – জা – প – তি (সব মুক্ত দল)
  88. বনজঙ্গল – বন্-জঙ্-গল্
  89. বাগুইআটি – বা-গুই-আ-টি (মু-রু-মু-মু)**
  90. বাংলাদেশ –  বাং – লা – দেশ্  (রু – মু – রু)
  91. বিবেকানন্দ – বি-বে-কা-নন্-দ
  92. বিশ্বভুবন – বিশ্ – শ – ভু – বন্
  93. বৃক্ষশিশু – বৃক্-খ-শি-শু
  94. বৈদেশিক – বৈ-দে-শিক্ (রু-মু-রু) বৈ রুদ্ধদল
  95. বোঝাপড়া – বো-ঝা-প-ড়া (সব মুক্ত)
  96. ভয়ংকর – ভ-য়ং-কর্
  97. ভালোবেসে – ভা-লো-বে-সে
  98. ভেসে –  ভে-সে (দুটিই মুক্ত)
  99. মধুসূদন – ম-ধু-সূ-দন্ (মুক্ত,মুক্ত,মুক্ত,রুদ্ধ)
  100. মনস্কামনা – ম-নস্-কা-ম-না
  101. মনোযোগ – ম – নো – যোগ্
  102. মানুষ – মা-নুষ্ (মুক্ত, রুদ্ধ)
  103. মুক্ত –  মুক্ – ত
  104. মুরসেনাপতি – মুর্-সে-না-প-তি (রু-মু-মু-মু-মু)
  105. শ্যামলিমা – শ্যা-ম-লি-মা(সবকটি মুক্ত)
  106. সম্পত্তি – সম্-পত্-তি
  107. সম্পাদক – সম্-পা-দক্
  108. সম্ভাষণ – সম্-ভা-ষণ্ (রুদ্ধ, মুক্ত, রুদ্ধ)
  109. সম্মোহন – সম্-মো-হন্
  110. সন্দেহাতীত – সন্-দে-হা-তীত্
  111. সংকল্প – সং – কল্ – প (রু – রু – মু)
  112. সংগ্রাম – সং – গ্রাম্ 
  113. সর্বনাশ – সর্ – ব – নাশ্ (রু – মু – রু)
  114. স্বার্থত্যাগ – সার্-থৎ-ত্যাগ্
ইউটিউবে আমার ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)
দল বিশ্লেষণ করো মানুষ, একলা, ভেসে, ভালোবেসে
  • মানুষ- মা – নুষ্ । মা-মুক্ত দল, নুষ্- রুদ্ধদল।
  • একলা – এক্ – লা । এক্ – রুদ্ধদল, লা – মুক্তদল।
  • ভেসে – ভে – সে । ভে – মুক্তদল, সে – মুক্তদল।
  • ভালোবেসে – ভা – লো – বে – সে। চারটিই মুক্তদল।
** ‘গুই’ দলটির ই একটি অর্ধস্বর, তাই এটি রুদ্ধদল।

ভালো লাগলে টাইটেলের ডানদিকে অবস্থিত শেয়ার বাটনে টাচ করে লিংক শেয়ার করে বন্ধুদের সাহায্য করুন।

Posted by: অনন্য পাঠক ⬅️
আর‌ও পড়ুন

BLOG AD HERE

35 thoughts on “দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে”

  1. অসাধারণ! প্রতিটা পাঠ চমৎকার লেগেছে। এত সুন্দর ও সাবলীলভাবে ব্যাখ্যা করা ছিল যে মন্ত্রমুগ্ধের মত পড়েছি। ব্যাকরণের অন্যান্য বিষয়ের আরো সংযোজন থাকলে ভালো লাগতো। ধন্যবাদ ❤

  2. মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। এই ব্লগে মোট ২৭টি অধ্যায় আছে। সূচিপত্র থেকে যাওয়া যাবে। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ 'ব্যাকরণের ক্লাসরুম'রয়েছে, সেখানে নিয়মিত ব্যাকরণ চর্চা হয়।

  3. আরে দাদা কোনটা মুক্তদল, কোনটা রুদ্ধদল সেটা চিহ্নিত করুন

  4. অসাধারণ চমৎকার খুব সুন্দর হয়েছে লেখাগুলো পড়ে খুব সহজেই বোঝা যাচ্ছে ধন্যবাদ এরকম করে আর একটু সাহায্য করলে খুব ভালো হবে এবং খুবই উপকৃত হবো সম্ভাষণ শব্দটির দল বিশ্লেষণ করলে খুব উপকৃত হতাম

  5. সম্ভাষণ এর দল বিশ্লেষণ টা একটু কেও বলবেন রুদ্ধ ও মুক্ত দল চিহ্ন সহ বলবেন plz

  6. মানুষ-২টি দল(রুদ্ধ দল),একলা-2টি দল(মুক্ত দল),ভেসে-২টি দল(মুক্ত দল),ভালোবেসে-৪টি দল(মুক্ত দল)

  7. মানুষ-২টি দল(রুদ্ধ দল),একলা-2টি দল(মুক্ত দল),ভেসে-২টি দল(মুক্ত দল),ভালোবেসে-৪টি দল(মুক্ত দল)

  8. স্বরান্ত দলগুলি মুক্ত, ব্যঞ্জনান্ত দলগুলি রুদ্ধ। পুরো অধ্যায়টি পড়ে নিলে বোঝা যাবে। ব্লগে টাইপ করে দেখানোর অপশন পাইনি।

  9. মানুষ: মা(মুক্ত) নুষ্ (রুদ্ধ)
    একলা: এক্ (রুদ্ধ) লা (মুক্ত)
    ভেসে: ভে সে- দুটিই মুক্ত
    ভালোবেসে : ৪ টি মুক্ত

  10. বজ্রানল এর দল বিশ্লেষণ কী হবে?
    বজ্-জ্রা- নল না বজ্ -রা-নল

  11. Pingback: অভিধা লক্ষণা ব্যঞ্জনা - Ananyabangla.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *