প্রত্যয়ের প্রকৃতি কী
প্রত্যয় নির্ণয়ের সময় আমরা প্রকৃতি-প্রত্যয় কথা দুটি একসাথে পাই। প্রত্যয়ের আগে ব্যবহৃত এই প্রকৃতি কথাটির অর্থ কী? ব্যাকরণে প্রকৃতি বলতে বোঝায় মূল। আমরা জানি প্রত্যয় যুক্ত হতে পারে ধাতু ও শব্দের সাথে। যে সব ধাতু ও শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেই সব ধাতু ও শব্দই প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার: ১: নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি ও ২: ধাতু প্রকৃতি বা ক্রিয়া-প্রকৃতি। প্রকৃতির সাথে ভিন্ন ভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়। শব্দ প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় ও ধাতু প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়। প্রকৃতির পরে যেমন প্রত্যয় যুক্ত হয়, তেমনি এর আগেও উপসর্গ যুক্ত হতে পারে। নিচে দুই প্রকার প্রকৃতির উদাহরণ দেওয়া হল।
প্রকৃতির উদাহরণ
শব্দ-প্রকৃতির উদাহরণ:
বর্ষ + ষ্ণিক = বার্ষিক (বর্ষ একটি শব্দ। এর সাথে ষ্ণিক প্রত্যয় যুক্ত হয়ে ‘বার্ষিক’ শব্দটি পাওয়া গেছে।)
ঘর + উয়া = ঘরোয়া। (ঘর শব্দটি এখানে প্রকৃতি।)
বাবু + গিরি = বাবুগিরি। ( বাবু শব্দটি প্রকৃতি।)
ধাতু-প্রকৃতির উদাহরণ:
আ + √হৃ + ঘঞ্ = আহার । (এখানে একটি উপসর্গ, একটি ধাতু ও একটি প্রত্যয় আছে। √হৃ ধাতুটি হল প্রকৃতি।)
√দৃশ্ + অনট্ = দর্শন। (√দৃশ্ ধাতুটি হল প্রকৃতি।)
1 thought on “প্রকৃতি কাকে বলে”
Pingback: দ্বিস্বর ধ্বনি কাকে বলে - Ananyabangla.com