Ananyabangla.com

মহাভাষ্য কার লেখা | মহাভাষ্য কী

মহাভাষ্য কী

সংস্কৃত ব্যাকরণের আদি গুরু পাণিনি অষ্টাধ্যায়ী নামে ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। কিন্তু পাণিনি তাঁর গ্রন্থ রচনা করেন সূত্রাকারে। সূত্রগুলির বিস্তারিত ব্যাখ্যা না করলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে পাণিনির সূত্রগুলি বোঝা কঠিন। ঋষি কাত্যায়ন পাণিনির অষ্টাধ্যায়ীর উপর টীকাগ্রন্থ ‘বার্তিক’ রচনা করেন। এরপর পতঞ্জলি অষ্টাধ্যায়ীর পাশাপাশি বার্তিকের উপর আর একটি টীকাগ্রন্থ (ব্যাখ্যা ও বিশ্লেষণ) রচনা করেন। এই টীকা গ্রন্থের নাম‌ই মহাভাষ্য।
মহাভাষ্যের বঙ্গানুবাদ পিডিএফ ডাউনলোড করতে নিচের লিংকে যান।

BLOG AD HERE

Leave a Comment