যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি ও কী কী?
বাংলা বর্ণমালায় যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি। সেগুলি হল ঐ এবং ঔ। কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে যে, যৌগিক স্বর বর্ণ দুটি হলেও যৌগিক স্বরধ্বনি এত কম নয়।
যৌগিক স্বর কয়টি?
বাংলা ভাষায় যৌগিক স্বর কয়টি বললে তার উত্তর বেশ জটিল হয়ে পড়বে। তাহলে প্রথমে জানতে হবে যৌগিক স্বর কাকে বলে। যৌগিক স্বর হল একাধিক মৌলিক স্বরের যোগে সৃষ্টি হওয়া স্বর। যেমন: এ+ই = এই, ও+উ = ঔ(ওউ), আ+ই+আ = আইআ(আইয়া-র মতো উচ্চারণ) প্রভৃতি। যৌগিক স্বর তৈরি হতে পারে দুটি, তিনটি, চারটি এমনকি পাঁচটি স্বরের যোগে।
দুই স্বরের যোগে গঠিত হয় দ্বিস্বর ধ্বনি।
তিন স্বরের যোগে গঠিত হয় ত্রিস্বর ধ্বনি।
চার ও পাঁচ স্বরে গঠিত হয় চতুঃস্বর ও পঞ্চস্বর।
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনির সংখ্যা ২৫টি। যৌগিক স্বর বলতে অনেকে সাধারণ ভাবে এই দ্বিস্বরগুলিকেই বোঝেন। তাই তাঁরা যৌগিক স্বরের সংখ্যা ২৫ বলে থাকেন। (মাল্টিপল চয়েস প্রশ্নে ২৫টি অপশন থাকলে ছাত্রছাত্রীদের সেটিকেই সঠিক উত্তর বলে চিহ্নিত করার পরামর্শ দেবো।) কিন্তু প্রকৃত সত্যটি জেনে রাখা ভালো। সেই সত্যটি হলো: “দ্বিস্বর ধ্বনি ২৫ এর বেশি নেই”, এমনটা সুনীতিকুমারও বলেননি, তিনি ২৫টি যৌগিক স্বরের ব্যবহার বাংলা ভাষায় খুঁজে পেয়েছেন। ভবিষ্যতে আরও কয়েকটি পাওয়া গেলে অবাক হবার কিছু থাকবে না। এ ছাড়া ত্রিস্বর, চতুঃস্বর, পঞ্চস্বরের কোনো হিসাব এখনও পর্যন্ত কেউ করেছেন বলে জানা নেই। সেগুলিও যৌগিক স্বরের মধ্যে গণ্য হবে। তাই এক কথায় বলা যায়: বাংলা যৌগিক স্বরের প্রকৃত সংখ্যা এখনও নির্ধারিত হয়নি।
আরও পড়ুন