সন্ধি ও সমাসের মিল-অমিল
আজকের আলোচনায় সন্ধি ও সমাসের মিল এবং অমিলগুলি নিয়ে লিখবো।
সন্ধি ও সমাসের সাদৃশ্য
১: সন্ধি ও সমাস, উভয়ই নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। উভয় প্রক্রিয়াতেই নতুন শব্দ গঠিত হয়।
২: সন্ধি ও সমাস, উভয় প্রক্রিয়াতেই পদসংখ্যা হ্রাস পায়।
৩: সন্ধি ও সমাস, উভয় প্রক্রিয়াই নির্দিষ্ট নিয়ম বা সূত্র মেনে চলে।
৪: সন্ধি ও সমাস, উভয় প্রক্রিয়াতেই কোনো না কোনো ভাবে একাধিক উপাদানের মিলন ঘটে।
নিচে সন্ধি ও সমাসের পার্থক্য আলোচনা করা হল
সন্ধি ও সমাসের পার্থক্য
১: সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের (ধ্বনির সঙ্গে ধ্বনির) মিলন হয়। সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে।
২: সন্ধিতে অর্থের কোনো ভূমিকা নেই। সমাসে অর্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩: সন্ধিতে অর্থের কোনো পরিবর্তন হয় না। সমাসে অর্থের পরিবর্তন ঘটতে পারে।
৪: সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সমাস রূপতত্ত্বের আলোচ্য বিষয়।
৫: সন্ধিতে বিভক্তি লুপ্ত হয় না। সমাসে অধিকাংশ ক্ষেত্রে বিভক্তির লোপ ঘটে।