বাংলা উপপদ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ সমাসের ধারণাটি সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে। উপপদের সঙ্গে আশ্রিত কৃদন্ত পদের সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলে। সংস্কৃত বা তৎসম উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ: জলদ, বারিদ, পঙ্কজ, বরদা প্রভৃতি। কিন্তু এসবের বাইরে খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাসও কিছু কিছু রয়েছে। বিশেষ্য পদের সঙ্গে খাঁটি বাংলা কৃদন্ত পদের সমাসকে খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাস বলে। নিচে কয়েকটি খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দেওয়া হল।
খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ
যেমন: ছেলে ধরে যে = ছেলেধরা,
মাছি মারে যে = মাছিমারা,
ছা পোষে যে = ছা-পোষা,
পাড়ায় বেড়ায় যে = পাড়াবেড়ানি,
কান ভাঙে যে = কানভাঙানি প্রভৃতি।
1 thought on “খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাস”
Pingback: অর্থগত ভাবে বাক্য কত প্রকার - Ananyabangla.com